প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী সরকার অবৈধ: মির্জা ফখরুল

0
469
blank

ঢাকা: প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী সরকারের বৈধতা নেই, সরকার অবৈধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে সব রাজবন্দির মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বক্তব্য অনুযায়ী সরকারের বৈধতা নেই। নিজেদের মধ্যে কোন্দল শুরু হয়ে গেছে। দুর্নীতিকে বৈধতা দিচ্ছে। প্রতিদিন পদ্মসেতুর ব্যয় বাড়ছে। মৌচাক ফ্লাইওভারে ১২০০ কোটি টাকা ব্যয় বাড়িয়েছে। এসব বাড়ানো অর্থ সরকার লুটপাট করছে। সকল দুর্নীতির বৈধতা দিচ্ছে সরকার।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে ১৬ জানুয়ারি দায়িত্ব গ্রহণের একবছর পূর্তিতে প্রধান বিচারপতির দেয়া বাণীতে এস কে সিনহা বলেন, বিচারপতিদের অবসরে গিয়ে রায় লেখা আইন ও সংবিধান পরিপন্থি। কোনো কোনো বিচারক রায় লিখতে অস্বাভাবিক বিলম্ব করেন, আবার কেউ কেউ অবসর গ্রহণের দীর্ঘদিন পর পর্যন্ত রায় লেখা অব্যাহত রাখেন, যা আইন ও সংবিধান পরিপন্থি।
ঢাকা মহানগর বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাসার ও পরিচালনা করেন, খিলগাঁ থানা বিএনপির সভাপতি ইউনুছ মৃধা এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।