প্রশ্নফাঁস নিয়ে যা বললেন ভিপি নুর

0
678
blank
Nurul Nuru DU
blank

বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থাকে পরিবর্তনের পরামর্শ দিয়ে ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশে কাগজ-কলমে শিক্ষার হার বাড়লেও প্রকৃত শিক্ষার মান উন্নত হচ্ছে না। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৯টায় বেসরকারি একটি স্যাটেলাইট চ্যানেলে ‘বাংলাদেশের ৪৮ তারুণ্যের চোখে’ শীর্ষক আলোচনাসভায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি এ কথা বলেন।

নুর বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের একটি নিউক্লিয়াস। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে ৭৮ শতাংশ কলা ও বাণিজ্যিক অনুষদের শিক্ষার্থী, আর ২২ শতাংশ হচ্ছে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী। অথচ বর্তমান বিশ্ব বিজ্ঞানের ওপর নির্ভরশীল। সেখানে ঢাবির মতো একটি জায়গায় বিজ্ঞানের এ অবস্থা।’

প্রশ্নফাঁস সম্বন্ধে তিনি বলেন, ‘বর্তমানে প্রশ্নফাঁস সবচেয়ে আলোচিত ঘটনা। এটি এখন মহামারী আকার ধারণ করেছে। আর এটি আমাদের দুর্বল শিক্ষাব্যবস্থার অন্যতম একটি প্রমাণ। আরও কিছু প্রমাণ রয়েছে- আমরা দেখি বর্তমানে কারিগরি শিক্ষা বাংলাদেশে এখন পর্যন্ত সেভাবে উন্নত হয়নি।’

আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন ঢাবির অর্থনীতি বিষয়ের অধ্যাপক সায়মা হক বিদিশা, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।