প্রশ্ন ফাঁস: বিকেলে জরুরি সভা ডেকেছে পরীক্ষা মূল্যায়ন কমিটি

0
496
blank
blank

স্টাফ রিপোর্টার: প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে বিকেলে জরুরি সভা ডেকেছে পরীক্ষা মূল্যায়ন কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়াও কমিটির ১১ জন সদস্য উপস্থিত থকবেন বলে জানা গেছে। সভায় এসএসসি ও সমামান পরীক্ষায় প্রশ্ন ফাঁস সংক্রান্ত যত তথ্য ও লিংক পাওয়া গেছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এ বিষয়ে আলমগীর হোসেন বলেন, এক সপ্তাহ আগে পরীক্ষা মূল্যায়ন কমিটি করা হয়েছিলো। কমিটি সংক্রান্ত কাগজ পেতে বিলম্ব হওয়ায় আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি।

কাগজ পাওয়ার পর জরুরি সভা ডেকেছি। এ যাবৎ প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী এবং আমাদের কাছে যত তথ্যাদি আছে সেগুলো নিয়ে আলোচনা হবে।