ফ্রান্স বাংলা দর্পণের মুদ্রণ সংস্করণের যাত্রা শুরু 

0
1050
blank
blank

দেলওয়ার হোসেন সেলিম: ফ্রান্স থেকে প্রকাশিত পত্রিকা “ফ্রান্স বাংলা দর্পণ” এর প্রথম সংখ্যার প্রকাশনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার প্যারিসের ক্যাথসীমার সোনার বাংলা রেস্টুরেন্টে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট শ্রেণী- পেশার লোকজনের উপস্থিতিতে পত্রিকাটির আনুষ্ঠানিকভাবে তার মুদ্রণ সংস্করণের যাত্রা শুরু করে। ইতিমধ্যে fbd24.com নামে পত্রিকাটির অনলাইন সংস্করণ বিপুল পাঠক প্রিয়তা পায়।

ফ্রান্স বাংলা দর্পণ’র সম্পাদক শামসুল ইসলামের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখনজীর পরিচালনায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের আহবায়ক সালেহ আহমদ চৌধুরী, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা সুনাম উদ্দিন খালিক, সোবহান খান, ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. তাহের, প্যারিস ভিশন নিউজ পত্রিকার সম্পাদক মান্নান আজাদ, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, ইউরোপীয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের সহ সভাপতি মামুন মিয়া, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স বংগবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ফ্রান্স বিএনপির সহ সভাপতি সিরাজুর রহমান, সিনিয়র সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম, ফ্রান্স তৃণমূল বিএনপির সভাপতি আলী হোসেন, ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক, জাতীয়তাবাদী নাগরিক মুক্তি পরিষদ ফ্রান্সের সভাপতি শামীমা আক্তার রুবী, ইপিবা’র সহ কোষাধ্যক্ষ অজয় দাশ, বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব শরীফ উদ্দিন সৈকত, বিশিষ্ট লেখিকা ও কবি নাজমা আক্তার নিঝুম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লুতফুর রহমান বাবু, এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পত্রিকার প্রকাশক আজাদ মিয়া ও সেলিম ওয়াদা শেলু, অনলাইন প্যারিস বার্তা সম্পাদক আব্দুল মালেক হিমু, প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক দোলন মাহমুদ, সাংবাদিক খালেদ গোলাম কিবরিয়া, সেলিম আল দ্বীন, হবিগঞ্জ জেলা যুব কল্যাণ সংস্থার সিনিয়র সদস্য মাসুক মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বাংলা পত্রিকা প্রকাশে অনেক প্রতিকুলতা থাকে। এর মধ্যেও নিরপেক্ষতা এবং স্বচ্ছতা ধরে রাখতে হবে। তা না হলে পত্রিকা গ্রহন যোগ্যতা হারাবে, পত্রিকায় সব ধরনের সংবাদই প্রকাশ করতে হবে। প্রবাসে বাঙ্গালী সংস্কৃতি তুলে ধরতে নতুন প্রজন্ম’র জন্য আলাদা নজর দিতে হবে। এছাড়াও ফ্রান্সের ব্যবসায়ীদেরকে বিজ্ঞাপন দিয়ে পত্রিকাটিকে সহযোগিতা করতে হবে। সভাপতির বক্তব্যে পত্রিকার সম্পাদক বলেন, ফ্রান্সে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরতে চায় ফ্রান্স বাংলা দর্পণ। পাশাপাশি এখানকার মুল ধারার সাথে সেতু বন্ধন হিসাবে কাজ করতে চান তারা।