বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তার আর্দশকে হত্যা করা সম্ভব নয়: ডন

0
505
blank
blank

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ তনয় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন, বঙ্গবন্ধু মরেন নাই, তিনি মৃত্যুঞ্জয়ী। তিনি বেচে আছেন আমাদের মাঝে তার কর্মে,তার আদর্শে,তার দেশপ্রেমে। তিনি অনন্তকাল বেচে থাকবেন আমাদের হৃদয়ে আদর্শ ও প্রেরণার উৎস হয়ে। পঁচাত্তরের ১৫ আগস্ট ব্যাক্তি মুজিবকে নয়, তার আদর্শ ও দেশপ্রেমকে হত্যার অপচেষ্টা করা হয়েছে।ব্যাক্তি মুজিবের মৃত্যু হতে পারে, কিন্তু আর্দশের মৃত্যু হতে পারে না।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মূল উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলা, যারা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মেনে নিতে পারেনি, তারাই দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সহায়তায় ১৫ আগস্টের নৃশংস হত্যাকান্ড ঘটিয়েছিল। আজিজুস সামাদ আজাদ ডন রোববার (২৭ আগস্ট) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের মীরপুর বাজারে বিকাল ৩ ঘটিকায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও বাজার ব্যাবস্তাপনা কমিটির সাধারন সম্পাদক জনাব আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছাদেকুর রহমান ছাদের পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাব্বির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থ্যার কোষাধ্যক্ষ  মাষ্টার সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা কলকলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও পাটলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আংগুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হাজ্বী নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, পৌর আওয়ামী লীগ নেতা হাজী হারুন মিয়া, পৌর আওয়ামী লীগের সদস্য সচিব কাউন্সিলর মোঃ আবাব মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, আওয়ামী লীগ নেতা ও আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক শাহীন তালুকদার,কাউন্সিলর সোহেল আহমদ, সাবেক কাউন্সিলর সোহেল আমিন,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক কালী কুমার রায় ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ছালিক আহমদ পীর। শোক সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ছইল মিয়া, বশির আহমদ, আবু তাহের মেম্বার, সাবুল মিয়া, যুবলীগ নেতা জামাল হোসেন, সিদ্দিকুর রহমান, আনোয়ার কোরেশী, সেলিম মিয়া, আমিনুল ইসলাম, জহুর মিয়া, তাজ উদ্দিন তাজ, আনা মিয়া, সোনা মিয়া, সাবাজ মিয়া, ফারুক মিয়া, বদরুল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ মামুন হোসেন, কয়েস আহমদ, শাহ শাহিন মিয়া, আক্তার হোসেন, ইকবাল হোসেন, চুনু কামালী, রায়হান কামালী, উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন খাঁন, পৌর ছাত্রলীগ নেতা হাসানুর রহমান হাসান ও রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সাহিন মিয়া সুমন,আল আমিন প্রমূখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ তাজ উদ্দিন বাবুল ও ১৫ই আগষ্ট শাহাদাৎ বরণকারী জাতির জনক সহ সকল শহীদদের স্বরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।