বঙ্গবন্ধু সম্পর্কে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ অপ্রাসঙ্গিক: তোফায়েল

0
429
blank
blank

ঢাকা : ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় সংসদ সম্পর্কে প্রধান বিচারপতি যা বলেছেন, সেটা অবাস্তব, অগ্রহণযোগ্য, অপরিপক্ব এবং অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এ পর্যবেক্ষণ জাতিকে দু’ভাগে বিভক্ত করে দিয়েছে। একটি পক্ষকে এ রায়ে সুবিধাভোগী করা হয়। গর্তের ভেতরে চলে যাওয়া বিএনপিকে রাজনীতিতে পুনরুজ্জীবিত করা হয়েছে। অপরপক্ষকে অসম্মান ও অবমূল্যায়নের মতো কটাক্ষ করা হয়েছে। এটা হতে পারে না। জাতীয় প্রেস ক্লাবে রোববার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড : দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন ’৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম নেতা তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান। সঞ্চালনা করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। মূল প্রবন্ধের ওপর বক্তব্য দেন সাংবাদিক ও গবেষক সৈয়দ বদরুল আহসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলমসহ অনেকে। আলোচনা সভায় বক্তারা প্রধান বিচারপতির বক্তব্যকে অপ্রাসঙ্গিক উল্লেখ করে সেটা অবিলম্বে প্রত্যাহার এবং তার অপসারণ দাবি করেন। এ সময় তারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এবং দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের নানা দিকও তুলে ধরে ষড়যন্ত্রকারীদের মুখোশ উšে§াচনে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।