বঙ্গবন্ধু হত্যায় অনেক রাঘব বোয়াল জড়িত ছিল: প্রধান বিচারপতি

0
453
blank
blank

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু হত্যামামলা নিয়ে গভীর ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধু হত্যার ঘটনায় অনেক রাঘব বোয়াল জড়িত ছিল কিন্তু তদন্ত দুর্বল থাকায় সেটি প্রমাণ করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধু হত্যামামলা নিয়ে ইন্ডেমনিটি সুপ্রিম কোর্ট বাতিল করেছিল। আমি এ জন্য অত্যন্ত গৌরাবন্বিত বোধ করছি।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো: আবদুল ওয়াহহাব মিয়া বক্তব্য দেন। এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ অন্যরা উপস্থিত ছিলেন।