বন্যার্তদের জন্য যা যা করার দরকার আমরা করব: প্রধানমন্ত্রী

0
457
blank

নিজস্ব প্রতিবেদক: বন্যার্তদের মনোবল না ভাঙার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যার্তদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে যান প্রধানমন্ত্রী। সেখানে দুর্গত মানুষের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আপনাদের জন্য সরকারের যা যা করার দরকার আমরা করব। আপনারা মনোবল ভাঙবেন না। আওয়ামী লীগ আপনাদের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, বন্যা দুর্গত এলাকায় রাস্তাঘাট শিগগির মেরামত করে দেয়া হবে। সরকারের কৃষি ঋণ অব্যাহত থাকবে। বন্যার পানি নেমে গেলে সাধারণত রোগ, অসুখ-বিসুখ দেখা দেয়। পর্যাপ্ত প্রস্তুতি আমাদের রয়েছে। নিরাপদ খাবার পানির ব্যবস্থা আমরা করে দেব।
প্রধানমন্ত্রী আরো বলেন, মানুষের মৌলিক অধিকার পূরণ করাই আওয়ামী লীগের প্রধান কাজ। আর যারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করে তাঁরা মানুষের কল্যাণ চায় না। তাঁরা মানুষকে ধ্বংস করতে চায়। তাদের প্রতিরোধ করতে হবে।