বাংলাদেশে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় যুক্তরাষ্ট্র

0
535
blank
Marsia Barnicut
blank

 

ঢাকা: যুক্তরাষ্ট্র বাংলাদেশে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায়। আমরাও এ বিষয়ে তাদের আশ্বস্ত করেছি। সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাটের সাথে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারের প্রচেষ্টাকে ইতিবাচক এবং সন্তোষজনক বলে জানিয়েছেন।

তিনি আরো জানান, যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র এই সম্পর্ক আরো জোরদার করতে চায়। আমরাও যুক্তরাষ্ট্রের সাথে বিরাজমান সম্পর্ক আরো উন্নত জায়গায় নিয়ে যেতে চাই।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করছেন বলে বার্নিকাট জানিয়েছেন। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ক্যাটরিন।