বাংলাদেশে হত্যাকাণ্ড নাটকীয়ভাবে বৃদ্ধিতে জাতিসঙ্ঘের গভীর উদ্বেগ

0
472
blank
blank

 

ঢাকা: বাংলাদেশে নৃশংস হত্যাকাণ্ড নাটকীয় বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জিয়াদ রাদ আল-হুসেইন। সোমবার জেনেভাতে জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের দেয়া বক্তব্যে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির ওপর আলোকপাত করতে গিয়ে তিনি বাংলাদেশ নিয়ে উদ্বেগের কথা জানান।

হাইকমিশনার বলেন, বাংলাদেশের মুক্তমনা ও উদারচিন্তার মানুষ এবং ধর্মীয় সংখ্যালঘু ও সমকামীদের ওপর আক্রমন হচ্ছে। সম্প্রতি পুলিশি গ্রেফতারের খবরগুলো আমার চোখে পড়েছে। এসব জঘন্য অপরাধের যথাযথ তদন্ত করে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে জড়িতদের আইনের আওতায় আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি।  জনগণের স্বাধীনতা নিশ্চিত করে ঝুঁকিপূর্ণ গ্রুপগুলোকে অধিকতর সুরক্ষা দেয়ার জন্য হাইকমিশনার বাংলাদেশের সব সরকারি কর্মকর্তা, রাজনীতিক ও ধর্মীয় নেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।