বাংলাদেশ ঋণ নেবে না, দেবে: অর্থমন্ত্রী

0
585
blank
blank

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা আশা করছি, ২০৩০ সালের দিকে কারও কাছ থেকে ঋণ নেব না, ঋণ দেব। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা পেলে এটি দুঃসাধ্য কোনও কাজ নয়। শনিবার সংসদে অর্থবিলের ওপর বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়া, উত্তর কোরিয়া ও চীন একসময় খুবই দরিদ্র ছিল। তারা খাবার পেতো না। আজ তারা বিশ্বের শিল্প উন্নত দেশ। তারা যদি পারে, আমরা কেন পারব না।’

মুস্তফা কামাল বলেন, ‘আমি এখনও সুস্থ নই। আমি চেয়েছিলাম, মনের মাধুরী দিয়ে বাজেটটি তৈরি করবো। কিন্তু, তা পারিনি। তবে, বাজেটটি সহজপাঠ করেছি। করের হার না বাড়িয়ে, পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এবারের বাজেটটি শুধু একবছরের জন্যই নয়।’ ‘এর থেকে আমরা ২০২৪ সাল পর্যন্ত অর্জন করতে পারবো। এ বাজেটটির কাঠামো দিয়ে আমরা ২০৪১ সাল পর্যন্ত চলতে পারবো। আমাদের পেছনে নিয়ে যাওয়ার কোনও শক্তি এখন আর নেই। আমরা সেভাবেই বাজেটটি করেছি।’

সকালে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়।