বাংলাদেশ একনায়কতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হচ্ছে: মির্জা ফখরুল

0
1297
blank
blank

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ একটি ফ্যাসিস্ট সরকারের কবলে পড়ে একনায়তন্ত্রিক রাষ্ট্রে পরিণত হচ্ছে। তিনি বলেন, আজ বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না, চিকিৎসকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হচ্ছে। বহু গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে। এখন আবার অনলাইন গণমাধ্যমগুলো গণহারে বন্ধ করে দিচ্ছে। যার ফলে শতশত সংবাদকর্মী তাদের রুটিরুজী হারাচ্ছেন।

সোমবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএফইউজে সভাপতি রহুল আমিন গাজীর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বরকত উল্লাহ বুলু, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক তাসনিম আলম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, বিএফইউজের মহাসচিব এম আব্দুল্লাহ, ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী , সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,সাবেক ডিইউজে সভাপতি কবি আব্দুল হাই শিকদার, এমএ আজিজ প্রমুখ।