বাংলাদেশ চাল রফতানির যোগ্যতা অর্জন করেছে: খাদ্যমন্ত্রী

0
468
blank
blank

ঢাকা: বাংলাদেশ চাল রফতানির যোগ্যতা অর্জন করেছে বলে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জাতীয় সংসদকে জানিয়েছেন। মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য সফুরা বেগমের সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্য মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বর্তমানে চাল আমদানি করে না। ২০১২ সালে বাংলাদেশ সর্বশেষ চাল আমদানি করেছিল। এরপর আমাদের বিদেশ থেকে কোনও চাল আমদানি করতে হয় না। চাল উৎপাদনকারী দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান বিশ্বের চতুর্থ। আমরা স্বয়ং সম্পূর্ণ, আমরা বর্তমানে চাল রফতানির যোগ্যতা অর্জন করেছি। যে কারণে সরকারিভাবে চাল আমদানির কোনও পরিকল্পনা নেই।’
ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রহিম উল্লাহর এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘গত ২০১৫-১৬ অর্থ বছরে দেশে চালের উদ্ধৃত্ত ছিলো ২৭ দশমিক ৭০ লাখ টন আর গমের খাটতি ছিল ১৫ দশমিক ৫০ টন। মোটের ওপর খাদ্যশস্যের উদ্ধৃত্ত প্রায় ১২ দশমিক ২০ লাখ টন।