বাংলাদেশ যুব কাউন্সিল যুব সমাজের অহংকারে পরিনত হবে: ব্যারিস্টার আবু বকর মোল্লা

0
1020
blank
blank

 

যুক্তরাজ্য: তারুন্যদীপ্ত সংগঠন বাংলাদেশ যুব কাউন্সিল যুক্তরাজ্য একদিন যুব সমাজের আশা আকাংখা আর অহংকারে পরিনত হয়ে দেশ মাতৃকার উন্নয়নে প্রবাসে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আশাতীত ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশিষ্ট আইনজীবী ও উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আবু বকর মোল্লা। সোমবার লন্ডনে আয়োজিত বাংলাদেশ যুব কাউন্সিল যুক্তরাজ্যের কার্যকরী কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে মোল্লা এ আশাবাদ ব্যক্ত করেন।

সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলামের কোরআন তেলাওয়াত ও সংগঠনের সভাপতি মু. সাইফুর রহমান পারভেজের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, উপদেষ্টা সাইয়েদ জামাল আহমেদ, এম হাফিজুর রহমান, কমিউনিটি নেতা মুজাম্মেল হোসাইন। বক্তব্যি উপদেষ্টাবৃন্দ সংগঠনের সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, নিজ মাতৃভূমি বাংলাদেশের জন্য প্রবাসে তোমাদের দেশ রক্ষার সংগ্রাম জাতিকে আশান্বিত করে, স্বৈরাচার তোমাদের হাতেই নিপতিত হবে।

কার্যকরী কমিটি সদস্যদের প্রানবন্ত এ অনুষ্ঠানে আগামী দিনের করনীয় এবং প্রবাসে যুব কাউন্সিলের আগামীর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন, জেনারেল সেক্রেটারি মু আবুল কালাম, প্রধান সমন্বয়ক কলামিষ্ট হাসনাত চৌধুরী, ছাত্রনেতা ফয়সল আহমেদ, যুবায়ের আহমেদ, সহ-সভাপতি আবদাল হোসাইন, সহ-সেক্রেটারি আব্দুল আলীম মুসা, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ ভূইয়া, মিডিয়া সম্পাদক ওবায়দুল পারভেজ, প্রচার সম্পাদক আব্দুল মুমিন, অর্থ সম্পাদক নুর উদ্দিন, অফিস সম্পাদক সেলিম হোসাইন, নির্বাহী সদস্য জাবেদ হোসাইন, সাবেক ছাত্রনেতা জামিল ভূইয়া, আনোয়ার হোসেন শাওন, কমিউনিটি ব্যক্তিত্ব ইউসুফ আলীসহ প্রমুখ।

উপভোগ্য এ অনুষ্ঠানে আগামী মে ২০১৬ ইংরেজীর মধ্যে কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্ত ও বিভিন্ন কার্যাবলীর বিষয়ে আলোচনা হয়। প্রবাসের ব্যাস্ততম জীবনে দেশ রক্ষার আন্দোলনে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করার জন্য সংগঠনের সভাপতি মু. সাইফুর রহমান পারভেজ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। হোয়াইটচ্যাপেলের বিসমিল্লাহ রেস্টুরেন্টের সুস্বাদু নৈশভোজের পর উপদেষ্টা সাইয়েদ জামাল আহমেদর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।