বার্সেলোনায় নেইমারের প্রথম পুরস্কার

0
453
blank
blank

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনায় প্রথম পুরস্কার জিতলেন নেইমার। স্প্যনিশ লা-লিগায় নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে লা-লিগার মাস সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হচ্ছে। এই সময়ে বার্সেলোনা ৬৮ ম্যাচ ২১ মাস কাটিয়েছে। কিন্তু তাদের কোনো খেলোয়াড় এ পুরস্কার জিততে পারেন নি। কিন্তু সেই খরা কাটিয়ে নেইমার নিজের প্রথম পুরস্কার জয়ের সঙ্গে বার্সেলোনাকেও প্রথম মাস-সেরা পুরস্কার এনে দিলেন। লা-লিগায় নভেম্বর মাসে ৩ ম্যাচে ৫ গোল করেছেন ব্রাজিলের এ ২৩ বছর বয়সী স্ট্রাইকার। এছাড়া চলতি মওসুমে ২০ ম্যাচে তার গোল ১৬। গত মওসুমে ‘এমএসএন’ খ্যাত লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও মেসি মিলে করেন রেকর্ড ১২২ গোল। এরমধ্যে নেইমারের অবদান ছিল ৩৯ গোল। লা-লিগায় মাসসেরা খেলোয়াড়দের পুরস্কৃত করার পর পাঁচজন খেলোয়াড় দুইবার করে পুরস্কার পেয়েছেন। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো তাদের মধ্যে একজন। এছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদের দিয়েগো গদিন ও অ্যান্তনি গ্রিজম্যান এবং সেল্টা ভিগোর নলিতো ও রিয়াল সোসিয়েদাদের কার্লোস ভেলা এই পুরস্কার জিতেছেন।