বালাকোটে ২৫০ জনের বেশি জঙ্গি মারা গেছে: অমিত শাহ

0
770
blank
blank

ভারতের ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ দাবি করেছেন পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলায় ২৫০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছে। রোববার গুজরাটের একটি জনসভায় এসব কথা বলেন অমিত শাহ।

অমিত শাহ বলেন, ‘উরিতে জঙ্গি হামলার পর আমাদের সেনারা পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। তারা আমাদের জওয়ানদের মৃত্যুর বদলা নিয়েছিল। এবার পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এবার কী হবে? কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিমান হামলা চালানো হয়েছে পাক ভূখণ্ডে। পুলওয়ামার হামলার মাত্র ১৩ দিনের মাথায় আমাদের সেনারা ২৫০ জনের বেশি জঙ্গিকে হত্যা করেছে।’

গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ‘জঙ্গি আস্তানা’য় হামলা চালায় ভারতীয় যুদ্ধবিমান। সেদিন ভারতের পক্ষ থেকে দাবি করা হয় ওই হামলায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলায় একজন আহত হয়েছে, নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিন অমিত শাহ গুজরাটের সুরাতের ওই সভায় দাঁড়িয়ে বলেন, ‘আগে আমাদের জওয়ানদের মুণ্ডুচ্ছেদ করত শত্রুরা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে নামিয়ে পাকিস্তানে পড়ার পরও আমাদের জওয়ানরা ভারতে ফিরে আসতে সক্ষম হচ্ছে। আর এটা সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণেই।’

ভারতীয় বিমান হামলা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ অনেকে। অমিত শাহ বিরোধীদের কটাক্ষ করে বলেন, ‘নিজেদের বক্তব্যের জন্য তাদের লজ্জা হওয়া উচিত। যদি তারা সেনাবাহিনীকে সমর্থন করতে না পারে, তাহলে কীভাবে শান্ত থাকতে হয় সেটা তাদের শিখতে হবে।’

এদিকে আজ সোমবার ভারতের বায়ুসেনা প্রধান চিফ মার্শাল বি এস ধানুয়া দাবি করেন, সঠিক লক্ষ্যেই আঘাত হেনেছিল ভারতীয় বায়ুসেনা। তিনি বলেন, ‘আমরা যে টার্গেট ভাবি, সেখানেই আঘাত হানি। আমরা টার্গেটে হিট করেছি। কতজন মারা গেছে তা গোনার কাজ বায়ুসেনার নয়।’

ভারতীয় বায়ুসেনার এই মন্তব্যের পরই বিরোধীরা অমিত শাহকে আক্রমণ শানিয়ে প্রশ্ন তুলেছেন, সেনা নিজেই যেখানে বিমান হানা নিয়ে মৃতের সংখ্যা জানাচ্ছে না, সেখানে অমিত শাহ কীভাবে তা বলছেন? বায়ুসেনার সাফল্যকে বিজেপি ভোটের ময়দানে কাজে লাগানো হচ্ছে বলেও অভিযোগ তুলেছে বিরোধীরা।