বিএনপির বিচার বিভাগ নিয়ে কথা বলা মানায় না: হানিফ

0
455
blank
Hanif
blank

কুষ্টিয়া প্রতিনিধি: বিচার বিভাগ নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় বিচারপতির দরজায় লাঠি মেরেছিল। মওদুদ আহমদ মন্ত্রী থাকাকালীন এজলাসে বিচারপতিকে অব্যাহতি দেয়া হয়েছিল। এজলাস থেকে বিচারপতি নামতে বাধ্য হয়েছিল। যারা বারবার আদালতকে অমান্য করে, আইন অমান্য করেছে, তাদের মুখে বিচার বিভাগ নিয়ে কথা বলা ভূতের মুখে রাম নাম ছাড়া কিছু না।

রোববার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামের কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচনের পাঁয়তারা করছে’ বিএনপির এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে হানিফ বলেন, আওয়ামী লীগ সবসময় চায় সবার অংশগ্রহণে নির্বাচন হোক। দশম জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধী দল জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল হয়েছিল। যেহেতু জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না- তাই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। এর জন্য আওয়ামী লীগ দায়ী নয়, বিএনপি রাজনৈতিকভাবে দায়ী।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবাদত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।