বিএনপি-জামায়াত ইতিহাস ধামাচাপা দেয়ার চেষ্টা করছে: তথ্যমন্ত্রী

0
483
blank
blank
ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াত শোকের মাসে জাতির জনকের প্রতি সমবেদনা কিংবা শ্রদ্ধা জানায় না, ওরা দিন-দুপুরে মিথ্যাচার করে ইতিহাসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
শনিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ডাক বাংলো চত্বরে তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধনের আগে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ। এ সময় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলী, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সামছুল আলম, কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল।
হাসানুল হক ইনু আরো বলেন, ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে বিএনপি-জামায়াত চক্ররা ষড়যন্ত্রের আন্দোলনে পরিণত করতে ব্যর্থ হয়েছে, আর সে কারণেই তাদের গাত্রদাহ শুরু হয়েছে।