বিএনপি-জামায়াত সুযোগ পেলে সবকিছুই শেষ করে দেবে: মেনন

0
447
blank
blank

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, যুদ্ধাপরাধের দায়ে নেতারা ফাঁসিতে ঝুলেছে, তারপরও জামায়াতের বিষ কমেনি। বিএনপির ঘাড়ে চড়ে তারা আগামী নির্বাচনে উতরে যেতে চায়। এজন্য এখন তারা মাঠে নেমেছে, সংগঠন গোছাচ্ছে। সময় এলে ছোবল মারবে। বিএনপি-জামায়াত আরেকবার সুযোগ পেলে দেশের সবকিছুই শেষ করে দেবে।

শুক্রবার তোপখানা রোডের ফেনী সমিতি মিলনায়তনে এগার জেলা কমিটির দিনভর প্রশিক্ষণ কর্মসূচিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের এই অশুভ আঁতাতের বিরুদ্ধে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে অতীতের চাইতেও বেশি সতর্ক থাকতে হবে। কারণ একবার ঘটি উল্টে দিতে পারলে সকল প্রকার প্রগতিশীলতার চিহ্ন মুছে ফেলবে।

বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরো সদস্য নুর আহমদ বকুল, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পাভেল ইসলাম, কমরেড শরীফ শমসির। উপস্থিত ছিলেন পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুরুল হাসান।