বিচারপতি সিনহা জুডিশিয়াল ক্যু করার চেষ্টা করেছিলেন: আইনমন্ত্রী

0
776
blank

বিচারপতি সিনহা জুডিশিয়াল ক্যু করার চেষ্টা করেছিলেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, গণতন্ত্র মজবুত ও গতিশীল হওয়ায় তার এ চেষ্টা ব্যর্থ হয়েছে। জনগণ সচেতন হলে ভবিষ্যতে কেউ আর এ ধরনের ষড়যন্ত্র করতে পারবে না। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ওয়েট অ্যান্ড সি।

আদালতে ঝুলে থাকা ভবনসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে সহায়তা দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, আইন ভঙ্গকরা ভবনের বিরুদ্ধে রাজউক ব্যবস্থা নিতে গিয়ে যেসব মামলা হয়, তা দ্রুত নিষ্পত্তিতে গণপূর্ত মন্ত্রণালয়কে সহায়তা দেবে আইন মন্ত্রণালয়।

আইনমন্ত্রী বলেন, অবৈধভাবে নির্মিত ভবনগুলো ভাঙার বিষয়ে যেসব মামলা বিচারাধীন সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে এ্যাটর্নি জেনারেল অফিস উদ্যোগ নেবে।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক এখন অনেক ভালো। দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ভারতের সঙ্গে সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আশা করেন মন্ত্রী।