বিডিআর হত্যায় শেখ হাসিনা-মইন সরাসরি জড়িত: খালেদা জিয়া

0
455
blank
blank

লন্ডন: ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার প্রথম মাসেই সংঘটিত বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যাকাণ্ডের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদ সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার স্থানীয় সময় সেন্ট্রাল লন্ডনের পার্ক প্লাজা রিভারব্যাংক হোটেলে নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘সেদিন দেশের ভালো ভালো দেশপ্রেমিক ৫৭ জন অফিসারকে হত্যা করা হয়েছিল। সবকিছুই হাসিনা ও মইন জানত। সেদিন কর্নেল গুলজার সন্ধ্যা পর্যন্ত সেনাপ্রধানের সহযোগিতা কামনা করেছিলেন। সেদিন আর্মি যদি ঢুকতে পারত তা হলে তাদের বাঁচানো যেত। কিন্তু তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, চট্টগ্রাম বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। দর্শকসারিতে ছিলেন তারেক রহমানের স্ত্রী ড. জোবায়দা রহমান।