বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি খারাপ কার্যক্রম: অর্থমন্ত্রী

0
506
blank
blank

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি খারাপ কার্যক্রম। এরপরও এ বছর এমপিওভুক্তির জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার অঙ্গীকার বেসরকারি ব্যাংকগুলো শিগগিরই পুরোপুরি বাস্তবায়ন করবে বলে তিনি আশা করেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।