বৈষম্য দূর করতে পারছে না বাংলাদেশ: পরিকল্পনামন্ত্রী

0
504
blank
blank

ঢাকা: আইন দ্বারা প্রতিষ্ঠিত বৈষম্য দূর করতে পারছে না বাংলাদেশ, এতে বহু সাফল্যের সুফল পাচ্ছে না জনগণ। এমন মত পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের। শনিবার (৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনে অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি গবেষণা ব্যুরোর উদ্যোগে আয়োজিত টেকসই উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি শীর্ষক সম্মেলনে অংশ নিয়েছেন বিশ্বের ২৭টি দেশের অর্থনীতিবিদ ও সমাজকর্মীরা। যেখান থেকে উঠে আসা পর্যালোচনা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও এসডিজি অর্জনে কাজে লাগাতে চায় সরকার।
সম্মেলনে কিছুটা আক্ষেপ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ভূমিহীন দরিদ্র ও বিত্তশালী জনগোষ্ঠীর অর্থনৈতিক বৈষম্য দূর করতে না পারলে দীর্ঘমেয়াদে টিকবে না কোনও উন্নয়ন।