বৈষম্য রেখে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়: অর্থমন্ত্রী

0
609
blank
blank

ঢাকা: সামাজিক বৈষম্য টিকিয়ে রেখে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার (২৬ আগস্ট) বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে সর্বস্তরের মানুষের স্বার্থের প্রাধান্য দেয়ার ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, প্রতি ৫ বছর অন্তর অন্তর আমরা পরিকল্পনা করবো। সেই পরিকল্পনায় শহর এবং গ্রামের মাঝে কোনো তফাৎ থাকবে না। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমে কোনো ভেদাভেদ থাকবে না। মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, তাদের জন্য কাজ করতে হবে। তাদেরকে মর্যাদা দিতে হবে।