বড়লেখা আইডিয়েল সোসাইটি ইউকে এর নির্বাচন সম্পন্ন

0
1132
blank
blank

স্টাফ রিপোর্টার: জন্মভূমির প্রেমে উজ্জীবিত ব্রিটেনের বড়লেখা প্রবাসীদের প্রতিষ্ঠিত সংগঠন বড়লেখা আইডিয়েল সোসাইটি। এ সংগঠনটি দীর্ঘদিন ধরে ইউকেতে ব্রিটেন প্রবাসীদের সুখ দুঃখ এবং দেশের দরিদ্র দরিদ্র মানুষের মানুষের পাশে ও মেধাবীদের জন্য কাজ করে যাচ্ছে। সংগঠনের গনতান্রিক পরিবেশ ও গঠনত্রান্তিক স্বচ্ছতা রক্ষার জন্য প্রতি ২ বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। আর তারই ধারাবাহিকতায় গত ৭ মার্চ ইস্ট লন্ডনের ঐতিহ্যবাহি ব্রিক লেইনের সোনারগাঁও রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সাধারণ সভা ও নির্বাচন। নির্বাচন উপলক্ক্যে জমায়েত হওয়া সদস্যদের পদচারণায় সোনারগাঁও রেস্টুরেন্ট যেন পরিনিত হয় খনিকের জন্য এক খণ্ড বড়লেখা। আবেগ ঘন পরিবেশে উপস্তিথ সদস্যদের ভোটে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হন জনাব মুহাম্মদ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জনাব মাওলানা বজলুর রহমান, জনাব আলাউদ্দিন এছাড়া একি্রকিউটিভ সদস্য হিসেবে নির্বাচিত হন দেলোয়ার হোসাইন , মজিবুর রহমান, মাওলানা আব্দুল হাই খান , লুৎফুর রহমান, অনলাইন অ্যাক্টিভিস্ট জয়নাল আবেদিন ও মাস্টার আব্দুর রাকিব খান। প্রধান নির্বাচন কমিশনার পদে দায়িত্ব পালন করেন ইস্ট লন্ডন মসজিদের খতীব ও ইমাম মাওলানা আবুল হোসাইন খান সহ কারি নির্বাচন কমিশনার পদে দায়িত্ব পালন করেন জনাব রেজাউল করিম। জয়নাল আবেদিনের কোরান তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া এ সমাবেশে নির্বাচন কমিশনাররা তাদের বক্তব্যে আইডিইয়েল সোসাইটির সকল সদস্যদের ধন্যবাদ জানান সুষ্ঠ ভাবে ভোট প্রধান ও সুন্দর নির্বাচনী পরিবেশ তয়রিতে সকলে মিলে নির্বাচন কমিশনারকে সহযোগিতা করার জন্য।, এবং তারি সাথে নির্বাচিত আইডিইয়েল সোসাইটির সকল সদস্যদের এক হয়ে মিলে মিশে প্রবাসের মাটিতে দেশের সুনাম বয়ে আনার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহবান জানান।
এদিকে নব নির্বাচিত সভাপতি জনাব মুহাম্মদ আব্দুস সালাম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন আমাকে আপনেরা নির্বাচিত করে যে গুরতপুরন পদে বসিয়েছেন আমি আগামী দিনের সকল কর্মসূচী বাস্তবায়নে এ সংগঠনকে ইউকের মাঝে অন্যতম একটি আইডল হিসেবে পরিনিত করবো ইনশাল্লাহ, তবে তিনি এতে সংগঠনের সকলের সহযোগিতা কামনা করেছেন।