ভিটামিন ‘এ’ এর অভাবজনিত শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যে সুনামগঞ্জে সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত

0
1274
blank
blank

সুনামগঞ্জ প্রতিনিধি: আগামী ১৪ নভেম্বর ভিটামিন ‘এ’ এর অভাবজনিত শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যে সারাদেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৫ উপলক্ষে সুনামগঞ্জে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে শহরের ইপিআই ভবণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে ও ফজলুল করিমের সঞ্চালনায় কর্মশালায় আরো বক্তব্য রাখেন  সদও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গৌতম রায়,ডাঃ আবুল কালাম, ইউনিসেফ প্রতিনিধি মাহবুবুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন আগামী ১৪ নভেম্ব থেকে শুরু হওয়া ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো থেকে  যেন ১ থেকে ৫ বছর বয়সী সকল শিশু বাদ না পড়ে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।