মওদুদ আহমদের মিথ্যা কথা বলার বিশেষ গুণ আছে: হাছান মাহমুদ

0
521
blank

ঢাকা: ‘বিএনপির নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের গুছিয়ে সুন্দর করে মিথ্যা কথা বলার বিশেষ গুণ আছে, তার মিথ্যা বলার পারদর্শিতার কারণেই জিয়াউর রহমান ও এরশাদ সরকারের খুব প্রিয় মানুষ ছিলেন’ বলে মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদন ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এসময় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচটি ইমামসহ অন্যানরা উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার মওদুদকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে এমন অভিযোগ মিথ্যা উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘কোম্পাণীগঞ্জ বিএনপি কয়েক ভাগে বিভক্তি। ঈদের দিন তার বাড়িতে, তার সামনে বিএনপির নেতাকর্মীরা মারামারি করছেন। তার নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক ঘর হতে বেড় না হওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন। পরে তিনি এলাকায় গণসংযোগও করেছেন। তার প্রমাণ হিসেবে কোম্পানিগঞ্জের ছাত্রদলের একনেতার দেয়া মওদুদ আহমেদের গণসংযোগের স্ট্যাটাসটি সাংবাদিকদের দেখান হাছান মাহমুদ।’

আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, ‘মওদুদ আহমদের নিরাপত্তা জনিত এলাকায় একটি বিষয় নিয়ে গতকালও তিনি নোয়াখালী অঞ্চলের নেতাদের নিয়ে আমাদের দলের (আওয়ামী লীগ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে শালীনতা বিসর্জন দিয়ে বিষোদগার করেছেন।’