মদ পান করে ছাত্রীদের উত্ত্যক্ত, ৩ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা

0
475
blank
blank

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মদ্যপ অবস্থায় ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে গ্রেফতার বহিরাগত মোহাইমিনুল ইসলাম লামন এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই কর্মী ইউসুফ ও ইমতিয়াজের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানায় পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার লামনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ওই দুই শিক্ষার্থীসহ গ্রেফতার মোহাইমিনুল ইসলাম লামনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সেই সঙ্গে মোহাইমিনুল ইসলাম লামনকে কোর্টে চালান দেয়া হয়েছে।

এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের মফিজ লেক সংলগ্ন এলাকা থেকে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান মদ্যপ অবস্থায় তিনজনকে আটক করে পুলিশে দেয়। তবে আটক তিনজনের দু’জনকে পুলিশের থেকে ছিনিয়ে নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে লামনকে থানায় নিয়ে যায় পুলিশ।