মাওলানা নিজামীর আপিল শুনানি হয়নি

0
485
blank
blank

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর নিজামীর আপিল শুনানি আজ অনুষ্ঠিত হয়নি। বেঞ্চের অন্যতম বিচারপতি নাজমুন আরা সুলতানা অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারায় আপিলের শুনানি করা সম্ভব হয়নি।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ নাজমুন আরা সুলতানা ছাড়া অন্য বিচারপতিরা উপস্থিত ছিলেন।

গত ২৩ নভেম্বর মাওলানা নিজামীর খালাস চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দায়ের করেন তার আইনজীবীরা। ১২১ পৃষ্ঠার মূল আপিল আবেদনে ১৬৮টি যুক্তি দেখিয়ে মাওলানা নিজামীর খালাস চাওয়া হয়। আবেদনে ছয় হাজার ২৫২ পৃষ্ঠার দলিল দস্তাবেজ জমা দেয়া হয়।  গত ২৯ অক্টোবর মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।