মাহমুদা শিরীনের কবিতা কথা ছিলো ।

0
770
blank

 

মাহমুদা শিরীনের কবিতা

কথা ছিলো

blank

 

কথা ছিলো বটবৃক্ষের মতো ছায়া হয়ে থাকবে পাশে

নিশ্চিত প্রতিশ্রুতি পেয়ে কবিতার বাগান ছেড়ে

আমি তোমাতে ডুবে গিয়ে বিলীন হয়ে গেলাম ।

অবাক বিস্ময়ে পৃথিবী ও তাকিয়ে দেখছে তোমার নিষ্ঠুরতা

এইখানে নেই কোনো বিন্দু পরিমাণও স্বাধীনতা ।

সেই শুরু থেকে শেষ পর্যন্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করে

ভালো মন্দে প্রমাণ করলে আমি সম্পূর্ণ নির্দোষ ?

অতঃপর ছেড়ে না দিয়ে একান্তে করে নিলে তোমার দখলে ।

বিভৎস রূপ নিয়ে এক একবার পায়ের নীচে পিষে ফেলছো

আবার সেখান থেকে তুলে নতুন করে জন্ম দিচ্ছ

বলছো আমারি অবহেলা তোমার প্রেমের তৃষ্ণা বাড়ায় ।

যেমনি নাচাও তেমনি নাচছি নাচের পুতুলের মতো

চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে হৃদয়,শরীর,মন সবই কি আশ্চর্য !

ক্ষমতা তোমার,তুমি ডাক্তার তাই রক্ত বের হবার প্রতিটি জায়গা হাসি কান্না সবি তোমার দখলে ।

নিঃশব্দ দীর্ঘ আর্তচিৎকার কেউ শুনতে পায় না ।

আজ থেকে তুমি সম্পূর্ণ তোমার করে নিলে হাতে পায়ে প্রতিটি জায়গায় শিকলবন্দী করে দিয়ে ।