মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ

0
1010
blank

 

ঢাকা: জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর খালাস চেয়ে আপিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। বেলা ৯টায় এজলাসে এসে প্রধান বিচারপতি বলেন, ‘ডিসমিসড’। ফলে তার মৃত্যুদণ্ড বহাল থাকল। এই বেঞ্চের বাকি চার সদস্য হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

রায়ে বলা হয়েছে, রায়ের অপারেটিং পার্টে কিছু সংশোধন করা হবে। তবে রায়ের রিভিউ আবেদন খারিজ। গত সোমবার মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনের ওপর শুনানি শেষ হয়। আদালত মঙ্গলবার এ বিষয়ে রায়ের দিন ধার্য করেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে আদেশের এই দিন ধার্য করেন। ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল আবেদন করলে আপিল বিভাগও মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। রায় পুনর্বিবেচনা আবেদনের ওপর শুনানি শেষে আদালত মঙ্গলবার রায়ের দিন ধার্য করেন। আজকের রিভিউ খারিজের মাধ্যমে ওই রায় বহাল থাকবে। রিভিউ খারিজের রায়ের কপি বিচারপতিদের স্বাক্ষরের পর কারা কর্তৃপক্ষের কাছে যাবে। এরপর সরকারের সিদ্ধান্তে কারা কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে।