মীর কাসেম আলীর রিভিউ শুনানি ২৪ আগস্ট

0
1044
blank

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে করা আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২৪ আগস্ট পুনর্র্নিধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার আসামি পক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে শুনানি পিছিয়ে দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ।

বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মোহাম্মদ বজলুর রহমান।