মেট্রোরেলের রুট পরিবর্তনের কোনো সুযোগ নেই: ওবায়দুল কাদের

0
459
blank

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন মেট্রোরেলের রুট পরিবর্তনের আর কোনো সুযোগ নেই। আগামী মার্চ মাস থেকে এই লাইনের ফিজিক্যাল কাজ শুরু হবে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে পরিবার দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সঙ্গে আলোচনা করেই অনুমোদন নিয়ে রুট ঠিক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্যই সেখানে একটি স্টেশন করা হয়েছে।এখানে সাউন্ডপ্রুফ থাকার কারণে কেউ টেরই পাবে না।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রেসক্লাব ও জাতীয় সংসদ ভবন এলাকায় মেট্রোরেলের সাউন্ডপ্রুফ সিস্টেম আছে। তাই সাংস্কৃতিক কার্যক্রম ও পড়ালেখার পরিবেশ বিঘিœত হওয়ারও কোনো সুযোগ নেই। মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ওবায়দুল কাদের ও আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মন্দির প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে পরিবার দিবসের উদ্বোধন করেন। পরে তারা বক্তব্য রাখেন।