মৌলবাদী দলগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
466
blank
blank

নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কঠোর ব্যবস্থা নেওয়ার পরেও বাংলাদেশে কয়েকটি স্থানীয় মৌলবাদী দলের উদ্ভব হয়েছে। বুধবার দিল্লিতে তৃতীয় জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনের শেষ দিনে এ মন্তব্য করেছেন তিনি। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মৌলবাদী দলগুলো একই চিন্তা-ভাবনায় উদ্বুদ্ধ কয়েকটি রাজনৈতিক দলের সহযোগিতায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তিনি আরও বলেন, এ অশুভ চক্রের সঙ্গে স্বাধীনতাবিরোধীদের যোগাযোগ থাকলেও আমরা তাদের মুখোশ উন্মোচন করেছি। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের একটি সামগ্রিক পরিকল্পনা এবং এর চারটি পিলার আছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংঘটিত কয়েকটি সন্ত্রাসী ঘটনার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। বাংলাদেশ কখনোই তার জমি কোনও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হতে দেবে না। সম্মেলনে বাংলাদেশ ও ভারত ছাড়াও শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও আফগানিস্তান অংশ নিয়েছে।