যারা যুদ্ধে যাননি, তারা মুক্তিযুদ্ধের চেতনা শেখান: নজরুল ইসলাম খান

0
612
blank
blank

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করেছি আমাদের থেকেও এখন বেশি বোঝেন যারা মুক্তিযুদ্ধের ধারে কাছে ছিলেন না। তখন যাদের বয়স ছিল কিন্তু যুদ্ধে যাননি এমন ব্যক্তিরা এখন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা শেখান। তারা স্বাধীনতার চেতনা শেখান আমাদের। আমি তাদের বলতে চাই, আগে এটা পরিষ্কার করেন- আপনার যুদ্ধে যাওয়ার বয়স ছিল, আপনি যুদ্ধে যাননি কেন? তারপর বলেন, সেই যুদ্ধে কী চেতনা ছিল, আপনার ও আপনার ধারণায় অন্যদের।’

তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান স্বীকার করে আওয়ামী লীগ সরকার জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ খেতাব বীর উত্তম খেতাব দিয়েছিলেন। আজকে আওয়ামী লীগের কিছু নাবালক নেতা জিয়াউর রহমান সম্পর্কে আজেবাজে কথা বলেন। তিনি নাকি পাকিস্তানি চর ছিলেন, তিনি ঘটনাক্রমে মুক্তিযোদ্ধা হন।’

বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।