যারা ১৫ আগস্ট কেক কাটে তাদের সঙ্গে সংলাপ হতে পারে না: হাছান মাহমুদ

0
473
blank

ঢাকা: ‘আপনারা ষড়যন্ত্র করবেন আর আমরা সংলাপ করতে চাইবো- এটা তো হতে পারেনা। ১৫ আগস্ট কেক কাটবেন, শিশুদের ঘাড়ে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্র করবেন, দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করবেন আবার সংলাপ করবেন সেটা তো হবে না’ বলে মন্তব্য করেছেনআওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, যারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে, যারা বিভিন্ন সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে অরাজকতার পরিবেশ তৈরি করেছে, যারা আমাদের কমলমতি শিক্ষার্থীদের নিয়ে অপরাজনীতি করার চেষ্টা করেছে, যারা ১৫ আগস্ট কেক কাটে তাদের সঙ্গে সংলাপ কোনও অবস্থাতেই হতে পারে না।’

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।