যেখানেই বাধা আসবে সেখানেই সমাবেশ করা হবে: আনু মুহাম্মদ

0
985
blank
blank

ঢাকা: সুন্দরবন ধ্বংসে রামপাল প্রকল্পের প্রতিবাদে ঢাকামুখী যাত্রা ও মহাসমাবেশে যেখানেই বাধা আসবে, সেখানেই সমাবেশ করা হবে। তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। সরকার এতে বাধা দেবে না বলে তিনি আশা প্রকাশ করেন। বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের প্রগতি সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলন হয়। সুন্দরবনে রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধ ও সাত দফা দাবি বাস্তবায়নে ২৪ নভেম্বর ঢাকামুখী যাত্রা ও ২৬ নভেম্বরের মহাসমাবেশ উপলক্ষে জাতীয় কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনু মুহাম্মদ বলেন, সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে ৩৫ লাখ মানুষ জীবিকা হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হবে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর চার কোটি মানুষ প্রাকৃতিক দুর্যোগের নিরাপত্তা হুমকিতে পড়বে। মহাসমাবেশ করার অনুমতি প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আনু মুহাম্মদ বলেন, পুলিশের অনুমতির ব্যাপারে সব নিয়ম করেই করছি। সব প্রতিষ্ঠানকে জানিয়ে আমরা নিয়মতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করতে চাইছি।
সরকার যে দমনপীড়নের পথ নিয়েছে, তা জাতীয় মানবাধিকার কমিশনকে জানিয়েছি, তারা যাতে নজরদারি রাখে। আশা করছি, সরকার মহাসমাবেশে কোনো বাধা দেবে না। সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, রামপাল প্রকল্পের প্রতিবাদে এবং জাতীয় কমিটির সাত দফা দাবি বাস্তবায়নে দেশের সাতটি প্রান্ত থেকে ২৪ নভেম্বর চলো চলো ঢাকা চলো কর্মসূচি শুরু হবে। এই যাত্রা শেষে ২৬ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করা হবে।