রক্ত পিপাসু সরকারের হাত থেকে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই: খালেদা জিয়া

0
604
blank
blank

ঢাকা: ‘বাংলাদেশের জনগণের অধিকার হরণ করে যারা ক্ষমতায় জোর জবরদস্ত থেকে গিয়েছে। সাধারণ মানুষের রক্তে যে সরকারের হাত রঞ্জিত। আমাদের আন্দোলন হবে রক্ত পিপাসু সেই সরকারের হাত থেকে গণতন্ত্রকে ফিরিয়ে আনার আন্দোলন।’ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার আগের দিন বুধবার এক জরুরি সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসব কথা বলেন।

বিকেল ৫টা ১০ মিনিটে গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনটি শুরু হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‘আমার নামে সম্পূর্ণ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি কোনো অন্যায় করিনি, দুর্নীতি কিরিনি, কাল মিথ্যা মালায় রায় দেওয়া হবে। ন্যায় বিচার হলে খালাস পাব।’ খালেদা জিয়া বলেন, ‘দেশে এখন আইনের শাসন নেই। এই মামলায় আমি নির্দোষ, কিন্তু সরকারি প্রহসনের কারণে বিচারকরা নিজ ইচ্ছায় রায় দিতে পারবেন না। এই রায়ও ক্ষমতাসীনদের লেখা।’

তিনি বলেন, ‘দেশে এখন গণতন্ত্র নেই, সাধারণ মানুষের কথা বলার অধিকার নেই। কথা বললে মামলা দেয়া হয়। বাক স্বাধীনতা হরণ করা হয়েছে।’