রাজধানীর চকবাজারে আ’লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

0
1009
blank
blank

ঢাকা: রাজধানীর চকবাজার থানার পোস্তা এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের চাঁদাবাজি ও দোকান নিয়ে বিরোধের জের ধরে গোলাগুলি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাতনামা এক রিকশা চালক, স্থানীয় কৃষক লীগের নেতা মামুন ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিম গ্রুপের দেলোয়ার হোসেন মিয়ার ভাই গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, চকবাজার থানার পোস্তার ঢাল এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতা ও ওয়ার্ড কাউন্সিলর হাজী দেলোয়ার ও হাজী দেলোয়ার হোসেন মিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

লালবাগ থানার ডিউটি অফিসার বলেন, ঘটনাটি পোস্তার ঢাল। এই এলাকায় চকবাজার থানা। পরে চকবাজার থানায় যোগাযোগের চেষ্টা করা হলেও থানার ওসি তার মোবাইল ফোনটি রিসিভ করেননি। এ ব্যাপারে লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, চকবাজার এলাকায় মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি।