রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

0
587
blank
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। শনিবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে। খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।বিএনপি’র একটি সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে দলীয় প্রার্থী, স্থায়ী কমিটির শূন্য চারটি পদ পূরণ করা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।

ওই সূত্রের দাবি, বৈঠকে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা এবং আরও ১৪টি মামলা বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে নেওয়া নিয়ে আলোচনা হবে। এছাড়া কিভাবে এগুলো রাজনৈতিক ও আইনিভাবে মোকাবিলা করা যায় তা নিয়েও আলোচনা হতে পারে।

এর আগে গত ১২ ডিসেম্বর  বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে রংপুর সিটি নির্বাচন, অভ্যন্তরীণ ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।