রাষ্ট্রপতির সংলাপের মধ্য দিয়ে শক্তিশালী ইসি হবে: রিজভী

0
432
blank

ঢাকা: রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের মধ্য দিয়ে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠিত হবে বলে আশা করছে বিএনপি। বৃহস্পতিবার রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ৮৪তম জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ আশা ব্যক্ত করেন। এ সময় এমাজউদ্দীন আহমদকে খালেদা জিয়ার শুভেচ্ছা পৌঁছে দেন তিনি।
রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, গণতন্ত্র ধ্বংসের জন্য বর্তমান সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনও দায়ী। তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রাথমিক ধাপ হিসেবে স্বাধীন নির্বাচন কমিশন গঠনে ১৩ দফা প্রস্তাব দিয়েছেন বিএনপির চেয়ারপারসন।
তিনি বলেন, মাননীয় চেয়ারপারসন যে ১৩ দফা দিয়েছেন, সেই আলোকে যে আলোচনার বা সংলাপের উদ্যোগ নিয়েছেন, মহামান্য রাষ্ট্রপতি তার মধ্য দিয়ে একটি শক্তিশালী, স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠিত হবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা।