রায় নেতিবাচক হলে শান্তিপূর্ণ আন্দোলন করবে বিএনপি: রিজভী

0
648
blank

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায় নেতিবাচক হলে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। বুধবার রাতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রিজভী বলেন, খালেদা জিয়ার দুর্নীতি মামলা রাজনীতির প্রতিহিংসার অংশ। আগামীকাল (বৃহস্পতিবার) রায়ে নেতিবাচক সিদ্ধান্ত হলে গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করবে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ৮ ফেব্রুয়ারি। রাজধানীর বকশীবাজারে স্থাপিত ঢাকার বিশেষ জজ-৫ আদালতে এ রায় ঘোষণা করা হবে।