রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কাজ শুরু করেছে মিয়ানমার: স্বরাষ্ট্রমন্ত্রী

0
427
blank
blank

সচিবালয় প্রতিবেদক: বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সে দেশের সরকার কাজ শুরু করছে। তারা একটি প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে নেবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ঠিক করবে কীভাবে কাজ করবে। এ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ একটি কর্মপদ্ধতি তৈরি করবে। এজন্য শিগগিরই আমাদের পররাষ্ট্রমন্ত্রী সে দেশে যাবেন। তার যাওয়ার পরেই সব চূড়ান্ত হবে এবং সে কর্মপদ্ধতি অনুযায়ী রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে।

মন্ত্রী বলেন, মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী ও প্রধানমন্ত্রী পদমর্যাদার রাষ্ট্রীয় পরামর্শক অং সান সু চির সঙ্গে আমার বৈঠক হয়েছে। বৈঠকে আমি তাকে বলেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আপনিও দীর্ঘ আন্দোলন করে মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে আপনি সেখানে শান্তির পরিবেশ সৃষ্টি করেন।