র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে ঢোকার চেষ্টা, আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১

0
444
blank
blank

ঢাকা: রাজধানীর উত্তরায় হাজি ক্যাম্পে র্যা বের অস্থায়ী ক্যাম্পে ঢোকার সময় বাধা পেয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। র্যা ব জানায়, দুপুরে উত্তরায় হাজি ক্যাম্পে র্যা বের অস্থায়ী কার্যালয়ে (প্রস্তাবিত হেডকোয়ার্টার) এক যুবক দেওয়াল টপকে ভিতরে ঢোকার চেষ্টা করছিল। এ সময় ডিউটিরত র্যা ব সদস্যরা বাধা দেয়। বাধা পেয়ে যুবকটি নিজের শরীরে থাকা বোমা বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। র্যা বের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ এ ঘটনা নিয়ে বিকেল ৩টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, অজ্ঞাত ওই যুবক দেওয়াল টপকে র্যা বের অস্থায়ী ক্যাম্পে ঢোকার সময় র্যা ব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় তার শরীরে থাকা বোমা বিস্ফোরণ ঘটায়। এতে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এ ঘটনায় দুইজন র্যা ব সদস্য সামান্য আহত হয়েছেন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।
তিনি আরও জানান, বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে রয়েছে। নিরাপত্তার কারণে জায়গাটি ঘিরে রাখা হয়েছে। পরে ভিতরে তল্লাশি চালানো হবে। র্যা বের এ কর্মকর্তা জানান, হামলা চেষ্টার ধরণ দেখে মনে হচ্ছে কোনো জঙ্গি গ্রুপের সে সদস্য। তবে কোন গ্রুপের সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি।