লালবাগ কেল্লার ভেতরের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ

0
707
blank
blank

নিজস্ব প্রতিবেদক: লালবাগ কেল্লার সীমানার মধ্যে থাকা আবুল হাসেমের বাড়ি তিন মাসের মধ্যে অপসারণে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই বাড়ির মালিককে দলিল মূল্য হিসেবে ৪০ লাখ টাকা দিতে বলেছে আদালত। বুধবার এ বিষয়ে আনা এক রিভিউ আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সুরেনদ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ এ রায় দেয়। আদালতে রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, ২০১১ সালে লালবাগ কেল্লার সীমানার ভিতরে থাকা অবৈধ স্থাপনা অপসারণে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়।
সেই আবেদনের শুনানি নিয়ে একই বছর হাইকোর্ট লালবাগ কেল্লার সীমানার ভিতরে থাকা অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেয়। পরে এ আদেশ আপিল বিভাগে স্থগিত থাকা অবস্থায় এক রিভিউ আবেদনের প্রেক্ষিতে গত এপ্রিল মাসে লালবাগ কেল্লার সীমানার মধ্যে থাকা কী কী অবৈধ স্থাপনা আছে তা জানতে চায় আদালত।

এ বিষয়ে প্রতিবেদন দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একজন অধ্যাপকসহ তিনজনকে নির্দেশ দেয়। ওই কমিটি ২৫ মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে লালবাগ কেল্লার সীমানার মধ্যে থাকা অবৈধ স্থাপনার মধ্যে আবুল হাসেমের বাড়ির কথা উল্লেখ করা হয়। সে অনুয়ায়ি বুধবার আদেশ দেয় সর্বোচ্চ আদালত।