লালাখালের চোরাবালিতে মেডিকেলের দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু

0
433
blank
blank

সিলেট: সিলেটের লালাখালে বেড়াতে গিয়ে মঙ্গলবার সন্ধ্যায় চোরাবালিতে পড়ে কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের ৫ম বর্ষের ছাত্র হাসান মো. শহীদ ও ইসহাক ইব্রাহিব শশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান জৈন্তাপুর থানার ওসি শফিউল কবির।
জানা যায়, কিশোরগঞ্জ থেকে মেডিকেল কলেজের ৫/৬ জন শিক্ষার্থী মঙ্গলবার বিকেলে লালাখালে বেড়াতে যায়। নদীর তীর দিয়ে হাঁটার সময় একজন হঠাৎ করে চোরাবালিতে পড়ে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আরেকজনও তলিয়ে যায় চোরাবালিতে। সন্ধ্যার দিকে এলাকাবাসীর সহযোগিতায় তাদের দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান ওসি।
উল্লেখ্য, সিলেটের অন্যতম পর্যটন স্পট লালাখাল সবুজ জলের জন্য বিখ্যাত। ভারতীয় পাহাড় থেকে নেমে আসা এখানকার নদীতে ঘুরে বেড়ানো পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে লালাখাল নদীতে সাঁতার কাটতে গিয়ে ও চোরাবালিতে আটকে বিভিন্ন সময় প্রায়ই প্রাণ হারান পর্যটকরা।