শহীদ জিয়াকে জাতির সম্পদ হিসেবে দেখতে হবে: ড. এমাজউদ্দিন

0
1015
blank
blank

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদ বলেছেন, শহীদ জিয়া দেশের শ্রেষ্ঠ সন্তানদের একজন। তাকে শুধু বিএনপির নেতা হিসেবে দেখলে হবে না, তাকে জাতির সম্পদ হিসেবে দেখতে হবে। আমাদের মনের সংকীর্ণতাকে ঊর্ধ্বে রেখে জিয়াকে শ্রদ্ধা করতে হবে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘জাতীয়তাবাদী কারা-নির্যাতিত ফোরাম ঢাকা মহানগর’ আয়োজিত ‘অবরুদ্ধ গণতন্ত্র-দুঃশাসনের ১০ বছর’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা শফিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও শহীদুল ইসলাম বাবুল, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, জাতীয়তাবাদী কারা-নির্যাতিত ফোরাম ঢাকা মহানগরের আহ্বায়ক শাহরিয়ার চৌধুরী ইমন, মহানগর বিএনপি নেতা হাফিজুর রহমান কবির প্রমুখ।
শামসুজ্জামান দুদু বলেন, সরকারের কাছে আমরা জবাব চাই। কেনো আমরা ৭ নভেম্বরর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ করতে পারবো না। তিনি বলেন, আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবই। রক্ষিবাহিনী গঠন করলেও এবার আন্দোলন ঠেকানো যাবেনা। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচন বা গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারকে পরাজিত করা হবে।