শাবিপ্রবি ৩১ শে মে পর্যন্ত বন্ধ ঘোষণা

0
727
blank
blank
শাবিপ্রবি প্রতিনিধি : চলমান সংকটে শাবিপ্রবি প্রশাসন অনলাইন ক্লাস ও সীমিত আকারে প্রশাসনিক কার্যক্রম চালিয়ে আসছিল। ঈদুর ফিতর উপলক্ষে আগামীকাল ১৭ই মে থেকে শুরু হবে ছুটি সাথে বন্ধ থাকবে অনলাইন ক্লাস।
শাবিপ্রবি প্রশাসন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বরাত দিয়ে ভাইস চ্যান্সেলর ড. ফরিদ উদ্দিন বলেন, ‘ নিয়মতান্ত্রিক ভাবে এই ছুটি ঘোষণা করা হয়েছে এবং খোলার পর যথাবিহিত অনলাইন ক্লাস শুরু হবে।
শাবিপ্রবিতে অনলাইন ক্লাস নিয়ে ছাত্রদের নানান অভিযোগ থাকলে ও বিশ্ববিদ্যালয়ের অনড় সিদ্ধান্তে এখন পর্যন্ত ক্লাস নেয়া হচ্ছে। এদিকে শিক্ষার্থীরা সামর্থ্যের আলোকে ক্লাসে অংশগ্রহণ করছেন। ভাইস চ্যান্সেলর ড. ফরিদ উদ্দিন আশ্বাস দিয়ে বলেন, ‘অনলাইন ক্লাসে উপস্থিতি শিথিলযোগ্য এবং পরিস্থিতি শান্ত হলে রিভিউ ক্লাস নিয়ে সেমিস্টার পরীক্ষার আয়োজন করা হবে।
অনলাইন ক্লাস নিয়ে দ্বিমত থাকলে ও শিক্ষার্থীদের ইয়ার ড্রপের কথা বিবেচনা করে শিক্ষকদের নিয়মিত ক্লাস নেয়া অনেকেই প্রশংসা করছেন। এতে শিক্ষার্থীরা অবসর সময়টুকু কাজে লাগাচ্ছে ও নির্ধারিত সময়ে সেমিস্টার সম্পন্ন করার সুযোগ তৈরি হবে বলে ও আশা প্রকাশ করেন।