শাল্লায় ৬মাসের সাজাপ্রাপ্ত মেম্বারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ।।তদন্ত কমিটি গঠন

0
628
blank
blank
শাল্লা প্রতিনিধি :

শাল্লায় ৬মাসের সাজাপ্রাপ্ত আসামী ৪নং শাল্লা ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য
সাজু মিয়ার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সরকারি অর্থ
আত্মসাতের লিখিত অভিযোগ দিয়েছেন মনুয়া গ্রামবাসী। লিখিত অভিযোগে উল্লেখ
করা হয় ৪০দিনের কর্মসূচি প্রকল্পে, মনুয়া ঈদগাহ ও কালাই মিয়া
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মাটি ভরাটের ২লাখ ৬৪ হাজার টাকা এবং মনুয়া জামে
মসজিদে টিআরের ৪০হাজার, কর্মসৃজনের ৩৩হাজার টাকা সম্পূর্ণ  আত্মসাৎ
করেছে।

অভিযোগের প্রেক্ষিতে গত ২৩ জুলাই ১২৫ নং স্মারকে উপজেলা নির্বাহী
কর্মকর্তা উল্লেখিত কর্মকর্তাদের সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত
কমিটি গঠন করেন। তারা হলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর
রহমান, উপ-সহকারী প্রকৌশলী এলজিইডি শামছুল হক ভূঁইয়া ও উপ-সহকরী কৃষি
কর্মকর্তা কল্যাণব্রত সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কমিটিকে
প্রতিবেদন দেয়ার জন্য ৫দিনের সময় বেধে দেন।