শাল্লায় ৭২ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন!!

0
545
blank
blank
 শাল্লা প্রতিনিধি:
৭২ ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় আছে শাল্লা উপজেলা সদর।৪ দিন যাবত বিদ্যুৎ না থাকায় ব্যহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা সহ বিভিন্ন অফিস আদালতের কার্যাক্রম।ব্যাঘাত ঘটছে এইচ এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায়।
বিদ্যুৎ গ্রাহকদের সাথে আলাপ হলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,কোন কারন ছাড়াই শাল্লায় দিনের পর দিন বিদ্যুৎ থাকে না এটা নতুন কোন বিষয় নয়।
শাল্লায় বিদ্যুৎতের কোন অফিসও নেই লোক ও নেই।দিরাই অফিস থেকে কার্যক্রম চালানো হয়।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন বিদ্যুৎ না থাকায় আমাদের ব্যবসা বানিজ্যর ব্যাঘাত ঘটছে।মোটোফোনে চার্জ না থাকায় বাহিরে কারও সাথে যোগাযোগ করতে পারছিনা।
এ দিকে বিদ্যুৎ না থাকায় অকাল বন্যায় তলিয়ে যাওয়া বিভিন্ন হাওরের খবর সংবাদ অফিসে দিতে পারছেন না শাল্লার সংবাদ কর্মীরা।
 এ ব্যপারে দিরাই বিদ্যুত অফিসের আরই সাথে মোট ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বৈরি আবহাওয়ার কারনে শাল্লায় বিদ্যুত সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
এক দিকে হাওরের চর্তুরদিকে পানি অন্যদিকে বিদ্যুৎ না থাকায় মোটফোনেও চার্জও নেই।এ যেন এক বিচ্ছিন্ন দ্বীপে পরিনত হয়েছে শাল্লা।